সোনাগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি ডেন্টাল কেয়ারকে ১৫ হাজার টাকা জরিমানা এবং মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন অনিয়মের জন্য মেডিক্যাল ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ মতে জুয়েল ডেন্টাল কেয়ার কে ১০হাজার টাকা ও বিসমিল্লাহ ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উৎপল দাশ, পুলিশ ও আনসার সদস্যগন উপস্থিত ছিলেন।