ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় যুবকের কোমরে পিস্তল দেখে স্থানীয় নেতাকর্মীরা তাদের মারধর করে পুলিশে দিয়েছে। রোববার (৭ জুলাই) রাত ১০টার দিকে জামালপুরের ইসলামপুর পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।
আটককৃত দুই যুবক হলেন- মেলান্দহ উপজেলার বয়রাডাংগা এলাকায় হাজী আবুল হোসেনের ছেলে তানভীর আহমেদ তপু ও ওই উপজেলার পাছুরপাড়া আলতাফুর রহমানের ছেলে নিহাল আহমেদ ললাট (২৫)।
জানা যায়, গতকাল রাতে ইসলামপুর উপজেলার ডাক বাংলোতে দুই যুবক ধর্মমন্ত্রীর সাথে দেখা করেন এবং একসাথে ছবি ও তোলেন। ধর্মমন্ত্রী ইসলামপুর উপজেলায় আসলেই মাঝেমধ্যেই ওই দুই যুবক এসে দেখা করতে। ধর্মমন্ত্রী সঙ্গে তাদের পূর্ব পরিচিত।
গতকাল রোববার রাতে ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দরজায় নিচু হয়ে জুতা পড়ার সময় আটককৃত নিহাল আহমেদের কোমরে পিস্তল চোখে পড়ে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ওই দুই যুবককে আটক করে মারধর করে পুলিশকে খবর দেন। পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে দেখেন ওই পিস্তলটি খেলনা পিস্তল।
ওসি সুমন তালুকদার বলেন, ধর্মমন্ত্রীর সঙ্গে তাদের পূর্ব পরিচিত ছিল। এর আগেও তারা বিভিন্ন সময় দেখা করেছেন মন্ত্রীর সঙ্গে। গতকাল দেখা করে বের হওয়ার সময় কোমরে পিস্তল দেখে লোকজন ধরে পুলিশকে খবর দিলে পুলিশ আটক করে থানায় নিয়ে আসেন। তাদের কোমরে থাকা পিস্তলটি খেলনা পিস্তল।