কালকিনি ফাজিল মাদ্রাসার (দাখিল-২০২৪ইং) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে মাদ্রাসার শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যবৃন্দের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা বেগম।
অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশরাফুজ্জামান, অধ্যক্ষ মুহাম্মদ হাবিবুবর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: বেল্লাল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক সরদারসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দরা।