মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
স্কুলের ভবন ধসে নিহত ২২ শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১১:০৫ AM আপডেট: ১৩.০৭.২০২৪ ১১:৫৯ AM
নাইজেরিয়ায় একটি স্কুলের ভবন ধসে বহু শিক্ষার্থী নিহত হবেং আরও অনেকে চাপা পড়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে দেশটির প্লাথু রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজের একটি ভবন ধসে পড়ে। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরেই ছিল। 

তবে রেড ক্রসের একজন মুখপাত্র বার্তা সংস্থা বলেছেন, কমপক্ষে ২২ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ১৩০ জনের বেশি শিক্ষার্থী। 

শুক্রবার সকালে পাঠদান চলার সময় রাজ্যটির রাজধানী জসে সেইন্ট অ্যাকাডেমি নামের ওই স্কুলের ভবন ধসে পড়লে চাপা পড়ে শিক্ষার্থীরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। এক্সক্যাভেটর ও হাতুড়ি দিয়ে ধসে পড়া বড় বড় কংক্রিটের স্তুপ গুঁড়িয়ে দিয়ে চাপাপড়াদের উদ্ধারে হাত লাগান তাঁরা। 

আহত এক শিক্ষার্থী বলে, ক্লাসে আমরা অনেকেই ছিলাম, আমরা পরীক্ষা দিচ্ছিলাম।

স্থানীয় পুলিশ বলছে, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।ধারণা করা হচ্ছে, স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের বেশি।

দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে একজন স্থানীয় বাসিন্দা জানান, স্কুলভবন ধসে তার বন্ধুর ছেলেও মারা গেছে।
 
স্কুলভবনটি ধসে পড়ার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন, প্লাটিউ রাজ্যে টানা তিন দিন ধরে ভারি বৃষ্টির পরই এ দুর্ঘটনা ঘটেছে। 

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শিক্ষার্থী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত