দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনী সোনাগাজীর প্রবাসী মোশারফ হোসেন মিলন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩ টায় আফ্রিকার ব্রিটস থেকে মেবোলোকা যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন মিলন উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জহির মেম্বার বাড়ির নুর ইসলামের ছেলে।
নিহতের বাবা নুর ইসলাম জানান, মোশারফ হোসেন মিলন বিগত ১০ বছর পূর্বে পরিবারের তাগিদে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমায়। সে সেখানে ব্যবসা করতো। ব্রিটস থেকে মেবোলোকা এলাকায় ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাওয়ার সময় পাশের একটি রাস্তা থেকে হঠাৎ উঠে আসা একটি বড় লরির সাথে ধাক্কা খাওয়ার পর দূর্ঘটনার স্বীকার হয়।
তাৎক্ষণিক আফ্রিকার একটি হাসপাতালে নিলে বাংলাদেশ সময় রাত ৩ টার দিকে মৃত্যু বরণ করে বলে জানা যায়। নিহতের মিলনের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বর্তামানে তার মরদেহ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল বলেন, মোশারফ হোসেন মিলন এর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।