মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
দেশের উন্নয়নে অবদান রেখেছেন নুরুল ইসলাম বাবুল: এমপি আনিছ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৫:২৩ PM আপডেট: ১৩.০৭.২০২৪ ৫:২৭ PM
দেশ স্বাধীন ও দেশের অর্থ নৈতিক উন্নয়নে  অবদান রেখেছেন বীর মুক্তিযোদ্বা  সফল সাহসি সৈনিক কর্মে চিরঞ্জীব দেশ সেরা শিল্প উদোক্তা নুরুল ইসলাম বাবুল। 

কর্মবীর ধৈর্য্য মেধা পরিশ্রম দিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে লক্ষ লক্ষ মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তার ভুমিকা ছিল প্রশংসনীয়।আজকের এ দিনে বীর সেনানীর আত্নার মাগফেরাত কামনা করছি।

ত্রিশাল যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ প্রয়াত রাশেদুল ইসলাম হল রুমে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকীর আলোচনা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ত্রিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্য,শিল্প বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও যুগান্তর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা আলহাজ এবিএম আনিছুজ্জামান এ কথা গুলো বলেন। 

যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি রিয়াজুল হক রাজুর সভাপতিত্বে ও ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় কোরআন খতম,আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত, উপজেলা নির্বাহি কর্মকর্তা জুয়েল আহমেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা প্রবীন নেতা ফজলে রাব্বী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক ও বনিক বার্তা জেলা প্রতিনিধি আলমগীর কবীর, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল ইসলাম, রিপোটার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক আকম কিরন আকন্দ, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আতিকুল ইসলাম,স্বজন সমাবেশের সাধারন সম্পাদক রাকিবুল হাসান রনি, পৌর স্বজন সমাবেশের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ সোহেল শেখ প্রমূখ। 

ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিশাল যুগান্তর প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা খোরশিদুল আলম মজিব। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্নার মাগফেরাত কামনায়  আশিকি দারুল উলুম মাদরাসায় কোরআন খতম করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ তালহা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত