সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশনে ডেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে পদযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় তীব্র রোদ উপেক্ষা করে কুষ্টিয়ায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন।
কুষ্টিয়া শহরের চৌড়হাস বাস স্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। তারা মজমপুর, মুজিব চত্বর ঘুরে প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যম দিয়ে রাষ্ট্রপ্রতি বরাবর স্মারকলিপি দেন। জেলা প্রশাসক এহেতেশাম রেজা ছুটিতে থাকায় স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার মহসীন উদ্দীন। কর্মসূচিতে কয়েকশ' শিক্ষার্থী অংশ নেন।
স্মারকলিপি গ্রহণকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মহসীন উদ্দীন বলেন, আমরা প্রসিডিউর অনুযায়ী যথাস্থানে আপনাদের বার্তা জানিয়ে দিব।