সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
চট্টগ্রামে নাশকতার অন্যতম হোতা কিং আলীসহ গ্রেফতার ২৭
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৬:০৭ PM
কোটা আন্দোলনের আড়ালে চট্টগ্রামে নাশকতার অন্যতম মূলহোতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুগ্ম-আহ্বায়ক কিং আলী প্র. মামুনসহ গত ২৪ ঘন্টায় ২৭ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গতকাল ২৬ জুলাই রাত অনুমান পৌনে ১২টায় তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের সহায়তায় চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন গলিচিপাপাড়া এলাকায়  অভিযান পরিচালনা করে কিং আলী প্রঃ মামুন (৪৮) কে গ্রেফতার করে বলে বাংলাদেশ বুলেটিনকে নিশ্চিত করেছেন হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদ। 

তিনি জানান, গত ২৪ জুলাই সন্ধ্যা সোয়া ৭ টা থেকে পৌনে ৭টার সময় হালিশহর থানাধীন বড়পুল পিসি রোডস্থ বাদশা মিয়া ব্রিক ফিল্ডের প্রবেশ মুখে ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর চলমান কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়েত কর্তৃক সরকার বিরোধী কার্যক্রম, দাঙ্গা, হামলা, নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকান্ডে লিপ্‌ত হয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে বাঁধাদান, জনমনে আতংক ও ভীতি সঞ্চার করা সহ অন্তর্ঘাতী মূলক কর্মকান্ড পরিচালিত হয়৷ সেই ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১১নং আসামী ছিলেন বিএনপি'র চট্টগ্রাম-১০ আসনের এমপি পদপ্রার্থী কিং আলী প্রঃ মামুন (৪৮)। তার বিরুদ্ধে আরো ৬টি মামলা রয়েছে বলে জানান ওসি হালিশহর থানা৷ 

এদিকে গত ২৪ ঘন্টায় ২৭ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত