রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভক্তি দুঃখজনক: সাচ্চু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৩:১৬ PM
চট্টগ্রাম নগরীতে পূর্ব ঘোষনা দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৃথক ভাবে কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুটি অংশ৷ 

দেশে চলমান পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে পৃথক কর্মসূচি পালনের ঘটনাকে দুঃখ জনক উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি গাজি মেসবাউল হোসেন সাচ্চু বলেছেন, এই ঘটনা তদন্ত করে গঠনতন্ত্র মোতাবেক দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 

শনিবার (২৭ জুলাই) চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জাতীয়-দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। 

নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী৷ অন্যদিকে সাবেক মেয়র আ জ ম নাছির অনুসারি হিসেবে পরিচিত নগর স্বেচ্ছাসেবক লীগের একাংশের নেতৃবৃন্দ আন্দরকিল্লা মোড়ে আলাদা ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৃথক কর্মসূচি পালন করে৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ,জ,ম নাসির উদ্দিন।

এই প্রসঙ্গে নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ বলেন, ‘ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মেনে কর্মসূচি নেওয়া হয়েছে সুতরাং এখানে আলাদা কর্মসূচি নেওয়ার কোন যৌক্তিক কারণ ছিল না। 

আজকে যারা দলীয় কার্যালয়ের বাহিরে অনুষ্ঠান করেছে তাদের কাউকেই সাম্প্রতিক রাজপথের লড়াই সংগ্রামে আমরা দেখিনি। ফেসবুকে হাস্যজ্বল ফটোসেশান ছাড়া দলের জন্য তাদের কী ভূমিকা রয়েছে। এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আমাদের ঐক্যবদ্ধ ভাবে সকল অপশক্তির মোকাবেলার নির্দেশ দিয়েছেন সেই সময় কাউকে ডেকে ডেকে কর্মসূচি পালনের সুযোগ নেই।’ 

অন্যদিকে নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, "দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিটিতে কোনো আলোচনা না করে সভাপতি-সাধারণ সম্পাদক একরতফা কর্মসূচি নিয়েছেন।" 

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কদম মোবারক মসজিদে মিলাদ মাহফিল, আন্দরকিল্লা মোড়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের সহ-সভাপতি হেলাল উদ্দিন।

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের একাংশের পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিষয়কে দুঃখ জনক বলছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি গাজি মেসবাউল হোসেন সাচ্চু। তিনি বাংলাদেশ বুলেটিনকে বলেন, "এই ঘটনা তদন্ত করে গঠনতন্ত্র মোতাবেক দ্রুত ব্যবস্থা নেয়া হবে।" 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত