লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে প্রথমে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে উপজেলার 'স্পন্দন' সম্মেলন কক্ষে আলেচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও খালেদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার সুমি ও সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সফিক উদ্দিন।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবদুল আজিজের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, মৎস্য চাষি মো. নুরুল্লাহ, মো. নুরনবী, মৎস্য সমিতির নেতা মাকছুদুর রহমান, সিদ্দিক ফকির প্রমুখ।
পরে উপজেলায় মৎস্য সম্পদে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুইজন মৎস্যচাষীকে সন্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, "ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যে মঙ্গলবার উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে শুরু হয়েছে মৎস্য সপ্তাহ। সপ্তাহব্যাপী উপজেলার মৎস্য অফিসের বিভিন্ন কার্যক্রম থাকছে এই আয়োজনে।
এর মধ্যে রয়েছে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা। উপজেলায় মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা।
কার্যক্রমে আরো থাকছে ব্যানার ফেস্টুন সহযোগে সড়কর্যালি,উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা,সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার প্রদান।
মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন।আরো থাকছে অংশীজনের অংশগ্রহণে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় করা।
উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার পুকুর-জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুনাগুন পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ অনুষ্ঠান ও নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস্য হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সহ মৎস্য বিষয়ে রচনা-কুইজ প্রতিযোগিতা ও ৬ষ্ট দিনে সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী কার্যক্রমের শেষ হবে বলে উপজেলা মৎস্য অফিস মুত্রে আরো জানা গেছে।