বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
চট্টগ্রামে ‘মার্চ ফর জাস্টিস’কর্মসূচিতে যোগ দিলেন বিএনপিপন্থি আইনজীবীরা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৪:৫৯ PM
চট্টগ্রাম নগরীতে কোটা সংস্কার আন্দোলনের একাংশের ‘মার্চ ফর জাস্টিস’পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আদালত পাড়ার প্রবেশ মুখে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এসময় আইনজীবীদের একটি পক্ষ শিক্ষার্থীদের সাথে যোগ দেন। 

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি আদালত, ক্যাম্পাস ও রাজপথে 'মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচি পালনের লক্ষ্যে নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে। 

জেলা পরিষদ ভবনের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ এ সময় পুলিশ আন্দোলনকারীদের আধাঘণ্টার মধ্যে সড়ক থেকে সরে আসার সময় দেয়। 

পুলিশের এমন পদক্ষেপের কিছুক্ষনের মধ্যে সেখানে বিএনপিপন্থি হিসেবে পরিচিত আইনজীবীদের একটি পক্ষ আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। এক পর্যায়ে আইনজীবীদের তত্ত্বাবধানে আন্দোলনকারীরা মিছিল নিয়ে আদালত পাড়ায় প্রবেশ করে৷ 

পরে আইনজীবী ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থী ও  আইনজীবীদের পক্ষটি বিক্ষোভ প্রদর্শন করেন৷ এসময় আইনজীবীদের সরকার পদত্যাগের দাবীতে শ্লোগান দিতে দেখা যায়৷ 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘আমি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।

আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলেছি, এখানে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না।’

আদালত পাড়ার প্রবেশ মুখ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশের পাশে বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত আব্দুস সাত্তারের নেতৃত্বে আইনজীবীদের দলটি অবস্থান নিতে দেখা গেছে৷ এসময়  আইনজীবীসহ কাউকে আদালত পাড়ায় প্রবেশ করতে দেয়নি আন্দোলনকারীরা। বেশ কয়েকজন আইনজীবী আদালতে ঢুকতে চাইলে তাদের মোটরসাইকেল আটকে দেয়া হয়।

এমন পরিস্থির এক পর্যায়ে আদালত এলাকায় মিছিল বের করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। এসময় মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর নেতৃত্বে আইনজীবীদের একটি মিছিল আইনজীবী ভবনের দিকে আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।  

এই বিষয়ে অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বাংলাদেশ বুলেটিনকে বলেন, "আমরা যেকোন শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে৷ আজ আদালত এলাকায় আমরা আইনজীবীরা কারো মত প্রকাশে বাধা দিতে যাইনি। আপনারা দেখেছেন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশের অনেক গুরিত্বপূর্ণ স্থাপনায় হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে৷ যেহেতু চট্টগ্রাম আদালত ভবনে দুইশ বছরের পুরনো অনেক নথি রয়েছে৷ এখানেও এমন কোন অপতৎপরতার চেষ্টা করা হলে আদালত এলাকার সুরক্ষার জন্য আমরা সচেষ্ট আছি।"

আদালত পাড়া এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি থাকলেও সার্বিক বিষয়ে কোন বক্তব্য দিতে কেউ রাজি হননি৷ তবে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বাংলাদেশ বুলেটিনকে বলেন, সকাল থেকেই পুরো এলাকায় আমাদের পুলিশ বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা দ্বায়িত্ব পালন করছে৷ আন্দোলনকারীরা সকালে মূল সড়ক অবস্থা নিলেও এখন তারা আদালত ভবনের সড়কে অবস্থান করছে৷ 

আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় আছি৷ যদি কেউ নাশকতা কিংবা বিশৃংখলার চেষ্টা করে তখন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত