বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ঢাকার ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় অবরোধ করে তারা।
এ সময় শিক্ষার্থীরা ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে নয়ারহাট এলাকা ঘুরে এসে ঢাকা আরিচা মহাসড়কের কসমস এলাকায় অবস্থান নেয়।
প্রথমে তারা সার্ভিস লেন দিয়ে মিছিল শুরু করে, নয়ারহাট থেকে তারা মেইন লেন দিয়ে ধামরাই কসমস এলাকায় এসে অবস্থান নেয়। কসমস এলাকায় শিক্ষার্থীরা কিছু সময় অবস্থান করে দুপুর ২টার দিকে সড়ক ছেড়ে দেয়।
এসব কর্মসূচিকালে শিক্ষার্থীরা’ দফা এক দাবি এক, সরকারের পদত্যাগ’সহ সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।
এতে মহাসড়কের উভয় লেনে অন্তত পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচল করা সাধারণ মানুষেরা।
শিক্ষার্থীদের এসব কর্মসূচির সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশকে ইসলামপুর এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নিতে দেখা যায়।