নীলফামারীর সৈয়দপুরে গত ১৮ জুলাই পুলিশের সঙ্গে, বৈষম্য কোটা সংস্কার আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষের সময়ে (রংপুর আর আর এফ) এর পুলিশের এ এস আই মোঃ রেজাউল হক কে হামলা করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ও ৬ রাউন্ড গুলি সহ ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনার সৈয়দপুর থানার পুলিশ ১৪ দিন অভিযান চালিয়ে, গতকাল শুক্রবার (২ আগস্ট) সৈয়দপুর পৌরসভা এলাকায় রাত ১১ টার দিকে শহরের কুন্দল পশ্চিম পাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় রাস্তা থেকে ১ টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে থানা পুলিশ।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল কল্লোল কুমার দত্ত বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়ে আন্দোলনকারীরা পুলিশের উপর হামলা চালিয়ে, একটি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ ১৪ দিন অভিযান চালিয়ে।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১ টি পিস্তল একটি ম্যাগাজিন ও সাথে ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়,