বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে চান সমন্বয়ক নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১১:৫২ AM আপডেট: ১০.০৮.২০২৪ ৪:১৮ PM
তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সময়ে করা হত্যাকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই।

সোমবার (৫ সেপ্টেম্বর) ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেশ থেকে চলে যায় শেখ হাসিনা।  

জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা পরবর্তীতে সরকার পদত্যাগে রুপ নেয়। কিন্তু শেখ হাসিনা শিক্ষার্থীদের এ দাবি নিবৃত্ত করতে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী নিহত হয়। 

শুক্রবার (৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে নাহিদ ইসলাম বলেন, তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা জানতে আমরা আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেবো।

নাহিদ বলেন, ‘আমরা তাকে গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে- এমনটা আমরা দেখতে চাই। এ ইস্যুতে আমাদের আলোচনা চলছে।’

আরেক ছাত্র নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন এবং বিচারের সম্মুখীন হোক। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত