মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ডোমারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৪:৫২ PM
নীলফামারীর ডোমার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা বাহিনীর মেজর মাহমুদ, এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সিনিয়র ওয়ার অফিসার এইচ এম আলী হোসেন, ডোমার থানার ওসি মো. মহসীন আলী প্রমূখ।

এছাড়াও কৃষি অফিসার রফিকুল ইসলাম,প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, মৎস্য অফিসার মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারন সম্পাদক মোজাফ্ফর আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. আহমাদুল হক মানিক, সেক্রেটারী হাফেজ আব্দুল হক, ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুদ্দিন হোসাইনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা সমন্বয়ক মিলন ইসলাম উপস্থিত থেকে চলমান আইন শৃঙ্খা পরিস্থিতি উন্নয়নের বক্তব্য দেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত