রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ঢাকামুখী যানবাহনে তল্লাশি করে সন্দেহভাজনদের গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১০:৫৬ AM আপডেট: ১৪.০৮.২০২৪ ১:০৮ PM
আগামীকাল ১৫ ই আগস্ট শোক দিবসকে পূঁজি করে ঢাকায় সমবেত হবার চেষ্টা করছে আওয়ামী লীগের কর্মীরা। এমতাবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা । এজন্য ঢাকার সবগুলো প্রবেশ পথসহ বিভিন্ন জেলায় ঢাকামুখী গাড়িসহ বিভিন্ন যানবাহনে অভিযান চালাচ্ছে  পুলিশ।

জানা গেছে, অনেককেই গাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই আ:লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে যুক্ত। এছাড়াও, যেকোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ছাত্র-জনতাকে রাজপথে থাকার আহবান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরাও।

পুলিশকে সঙ্গে নিয়ে তারাও বিভিন্ন গাড়িতে অভিযান চালাবে। যাত্রীদের কাছে ঢাকায় আগমনের ব্যাপারে জানতে চাওয়া হবে। সদুত্তর না পেলে তাদের গ্রেফতার করা হবে। এছাড়া সন্দেহজনক ব্যক্তিদেরও গ্রেফতার করা হবে। আজ সারাদিন এবং ১৫ আগষ্ট দিননব্যাপী ঢাকামুখী সবগুলো যানবাহনেই তল্লাশী অভিযান অব্যাহত থাকবে। 

গোয়েন্দা তথ্য মতে, ১৫ আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতেই শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারা দেশে রাজপথে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্প্রতি দলের জেলা পর্যায়ের এক নেতাকে মোবাইল ফোনে 'সবাই ঢাকায় চলে আসবে, বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকা এসে ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে যাবেন' এমন নির্দেশনা দেন।

সেই নির্দেশনার পর কাল ১৫ই অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকায় শোক ও শ্রদ্ধা জানানোর কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।

আগামীকালের কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের এই প্রস্তুতিকে স্বাভাবিকভাবে দেখছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, শোক দিবসের আবেগ পুঁজি করে আওয়ামী লীগ মাঠে নেমে অপতৎপরতা চালানোর চেষ্টা করতে পারে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত