বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কেন্দুয়ায় এক রাতে দুই দোকানে চুরি, আটক ১
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৪:৩৪ PM
নেত্রকোনার কেন্দুয়ায় এক রাতে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে।  অটো রিকসা ও দোকানের কাপড়ের দোকানে চুরির ঘটনাটি সোমবার (১৯আগষ্ট) মধ্য ও শেষ রাতে ঘটে।  

ঘটনাটি কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে ও আশুজিয়া ইউনিয়নে রামপুর বাজারে ঘটে। 

অটো রিকসা দুটির মালিক গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামের রন্জু মিয়া ও গাবর কালিয়ান গ্রামের উজ্জ্বল মিয়া। 

কাপড়ের দোকানের মালিক হল আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারের নূরে আলম। 

অটোরিকশা মালিকগণ সারাদিন চালানোর পর তারা চার্জ দেওয়ার জন্য গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামের এক অটো রাইছ মিলে রেখে যেতেন। 

অটো রিকসা চুরির বিষয়ে অটো রাইছ মিলের মালিক আলমগীর জানান, এই অটো রাইছ মিলটি আমি এলাকার আমির উদ্দিনের কাছ থেকে কিছু দিন আগে ভাড়া নেই। ভাড়া নেওয়ার পর থেকে চাল, গম ভাঙ্গানোর পাশাপাশি প্রতি রাতে অটোরিকশা চার্জ দেয়া হত। 

গতকাল রাতে তিনটি অটোরিকশা চার্জের জন্য দিয়ে যায়।এর মধ্যে আজ সকালে দোকানে এসে দেখি দুটি অটোরিকশা সহ এলইডি টিভি ও ৪/৫ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। যার সর্বসাকুল্যে আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। 

অপর দিকে একই দিন শেষ রাতের দিকে উপজেলার আশুজিয়া  ইউনিয়নের রামপুর বাজারের নুরে আলমের  কাপড়ের দোকানে চুরি সংঘটিত হয়।খবর পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে চোর প্রাইভেট কার যোগে পালাতে গিয়ে কেন্দুয়া-নান্দাইল রোডের কেন্দুয়া পৌরসভায় খানকা শরীফের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে চোর প্রাইভেট কার রেখে পালানোর সময় ঐএলাকার লোকজন প্রাইভেট কার  ও মালামালসহ চোরকে আটক করেন।

ধৃত চোরের নাম গোলাম মোহাম্মদ সুমন ভূইয়া(৪৫),তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নগোয়া গ্রামের গোলাম মোহাম্মদ কিন্তু ভূইয়ার ছেলে  বলে জানা যায়।

কাপড়ের দোকানের মালিক নুরে আলম জানান, সোমবার শেষ রাতের দিকে আমার কাপড়ের দোকান থেকে তালা ভেঙ্গে আনুমানিক ৪-৫ লক্ষ টাকার কাপড় চোরে চুরি করে নিয়ে যায়।

কেন্দুয়া থানার উপপুলিশ পরিদর্শক শফিউল আলম  বলেন অটোরিকশা চুরির ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। আর প্রাইভেট কার যোগে চুরি করে পালানোর সময় এলাকাবাসী প্রাইভেট কার ও কাপড়সহ এক চোরকে ধরে থানায় নিয়ে আসি। 

আটককৃত কাপড়ের মূল্য ৪ লাখ ৬২ হাজার ৪০০ টাকা। এখনও তার জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত