বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগে পদত্যাগেরে দাবী করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১১টা থেকে বিক্ষোভ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে নানা শ্লোগান দেয়। এ সময় বক্তব্য রাখের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিমেল তালুকদার, সাগর তালুকদার, সাইফুর ইসলাম, নাজমূল ইসলাম জনি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে। পরে যানচলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের অপসারণ চেয়ে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে স্মারকলিপি প্রদান করে।
তারা স্মারকলিপিতে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারন উল্লেখ করেন, কোভিড টিকাদান ক্যাম্পেইনের টাকা আত্মসাৎ, মাঠপর্যায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুরুচিপূর্ণ বাক্য ব্যবহারে অপমানিত করা, বিগত ১০ বছর রাজনৈতিক প্রভাব দেখিয়ে অন্যান্য ডাক্তার ও কর্মচারীদের চাকুরী হারানোর ভয় দেখানো হত।
তুচ্ছ কারণে অযাচিতভাবে কৈফিয়ত তলব করে হয়রানি করা, তাদের কাছ থেকে টাকা আদায় করা, অফিসে না এসে বাসায় বসে ভিজিট নিয়ে রোগী দেখা,অবৈধ্য টেস্ট বাণিজ্যসহ একই উপজেলায় ১০ বছর (যোগদান তারিখ ২০১৪ সালের ৭ আগষ্ট) চাকুরি করার সুবাধে ডা. বখতিয়ার আল মামুন বিভিন্ন ভাবে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও সরকারের দেয়া বরাদ্দের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছেন। তাই তার অপসারন চেয়ে ৪৮ ঘন্টার মধ্যে অপসারনের দাবীতে স্মারকলিপি প্রদান করেছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারি শিক্ষার্থীরা।
স্মারকলিপি প্রদানের ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও বখতিয়ার আল মামুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারি কয়েক শত শিক্ষার্থীরা আগৈলঝাড়া সদর থেকে বিক্ষোভ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে নানা শ্লোগান দেয়।