গাজীপুরের শ্রীপুরে ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, স্বৈরাচারী অবৈধ সরকারের সময় নৌকা প্রতিক দিয়ে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে স্থানীয় সরকার বিভাগের অধীন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে অবৈধ নির্বাচন নির্বাচিত জনপ্রতিনিধিদের আমরা অপসারণ চাই। অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা চেয়ার দখল করে জনগনের সম্পদ লুটপাট করে খাচ্ছে।
এসব চেয়ারম্যান মেম্বারগন ক্ষমতার অপব্যবহার করে পরিষদে সেবা নিতে আসা সাধারণ জনগনকে হয়রানী করেছে। সঠিক সময়ে কোনো সেবা দিতে পারেনা। সার্ভার সমস্যার কথা বলে বিভিন্ন সময় সেবা গ্রহীতাদেরকে দিনের পর দিন হয়রানি করে।
তারা আরো বলেন, স্বৈরাচারী অবৈধ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তার অধীনে নির্বাচিত দুর্ণীতিবাজ জনপ্রতিনিধরা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। অনেকে এখানো পর্যন্ত নিয়মিত পরিষদে আসছেন না।
এমতাবস্থায় সাধারণ জনগনকে ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে হয়রানি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওইসব দুর্ণীতিবাজ জনপ্রতিনিধিরা শুধু টাকা হাতিয়ে নিয়ে তাদের বাড়ীগাড়ীর উন্নয়ন করেছে। ন্যুন্যতম নাগরিক সেবা দিতে তারা ব্যর্থ হয়েছে। দেশে শান্তি ফেরাতে ছাত্ররা রাত দিন নিরলশ পরিশ্রম করছে। স্বৈরাচারী অবৈধ সরকারের অধীনে নির্বাচিতরাও অবৈধ।
আমরা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধদের অপসারণ দাবী করছি। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চেয়ারম্যান-মেম্বারদের অপসারণের জন্য স্বারকলিপী প্রদান করেন।