বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
খুলনার জেলার-জেল সুপারের বিরুদ্ধে বিএনপি নেতা বাপ্পীর মামলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ২:৩৭ PM
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বাদী হয়ে খুলনার সদ্য সাবেক জেলার, জেল সুপার ও ফার্মাসিস্টকে আসামী করে মামলা দায়ের করেছেন। 

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত খুলনার বিচারক মোঃ আনিসুর রহমান মামলাটি গ্রহন করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবি ডিসিকে তদন্তভার দিয়েছেন আদালত। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আসামীরা হলেন সদ্য সাবেক খুলনার জেলার এ. জি. মাহমুদ (৫০), সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের (৪৮) ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজ (৪৫)।

গত ৩ মে বিকেল ৩টার দিকে খুলনা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার সুযোগ দেননি আসামীরা। বরং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।

গত ৭ জানুযারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা এসএম মনিরুল হাসান বাপ্পীকে জেলহাজতে প্রেরন করা হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত