সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
আদালতে ডিম হামলার শিকার গোলাম দস্তগীর গাজী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৮:৩৪ PM
ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৫ আগস্ট) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসীন এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো. আব্দুর রশিদ বলেন, ‘রূপগঞ্জে হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।’

জানা গেছে, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা নানান স্লোগান দেন। এ সময় তারা সাবেক এই সংসদ সদস্যকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।

গতকাল শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীরকে আটক করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোমান মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত