বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিত্তিপ্রস্তর স্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জিয়া পরিষদ।
রোববার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থানা গেট সংলগ্ন ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জিয়া পরিষদের শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ভিত্তিপ্রস্তর স্থলে যায়।
শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুস সালামের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যাপক ড. নজিবুল হক ও অধ্যাপক ড. মো আলিনুর রহমান।
পরে দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।