বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
গৌরনদীতে শিক্ষকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৪ PM
বরিশালের গৌরনদী উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট এর অধ্যক্ষ হুমায়ুন কবির ও বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। 

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষিপ্ত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ হুমায়ুন কবিরের বিরুদ্ধে ২২টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে পদত্যাগের দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। দুপুরে কলেজের একাডেমিক ভবনের সম্মুখে বক্তব্য রাখেন শিক্ষার্থী সিয়াম মোল্লা, জুবায়ের জীম, উত্তম হালদার, আবির হোসেন, জাবের আহম্মেদ সহ অন্যান্যরা। 

বক্তারা অধ্যক্ষ অনতিবিলম্বে পদত্যাগ না করলে কঠিন আন্দোলনের হুমকি দেয় আন্দোলনকারীরা। অভিযোগের ব্যাপারে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট এর অধ্যক্ষ হুমায়ুন কবির মুঠো ফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যো ও ভিত্তিহীন দাবি করে বলেন, গত ২৭ আগষ্ট থেকে কতিপয় শিক্ষার্থী আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। 

অপরদিকে বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের বিরুদ্ধে নানা অনিয়ম ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে ক্লাশ বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। খবর পেয়ে বরিশাল ও মাদারীপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দর হস্তক্ষেপে দুপুর ১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত