সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
টাঙ্গাইলে নতুন পুলিশ সুপারের যোগদান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩০ PM
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম সেবা)। রোববার আনুষ্ঠানিক ভাবে টাঙ্গাইলে যোগদান করেন তিনি। যোগদান করেই বিকেলে টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সাইফুল ইসলাম সানতু বলেন, জেলার মানুষদের সেবা করার মাধ্যমে টাঙ্গাইলবাসী হতে চাই। ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সকলকে সাথে নিয়ে সারাদেশে টাঙ্গাইলকে প্রথম সেরা জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এছাড়াও সকল ভাল কাজে সহযোগিতা চান তিনি।

এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, এনটিভির প্রতিনিধি মহব্বত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, যমুনা টেলিভিশনের প্রতিনিধি শামীম আল মামুন প্রমুখ।

প্রসঙ্গত, ইতিপূর্বে রাজারবাগ পুলিশ লাইন, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মুন্সিগঞ্জে দায়িত্ব পালন করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত