ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছমদ বাড়ির মো. করিমের পরিবারে কলহের জের ধরে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই নারীসহ একাধিকজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে৷
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঘটনা জানাজানি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতেরা হলেন, আলমগীর ও জাহাঙ্গীর৷ এই ঘটনার নিহতদের আরেক ভাই করিমকে দায়ি নিহতের পরিবার।
স্থানীয় চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া জানান, আহতদের উদ্ধার করতে যারা গিয়েছিল তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া দেয়া হয়৷ পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে প্রতিবেশী বোরহানের অবস্থাও গুরুতর বলে জানান তিনি৷