নাটোরের সিংড়ায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় উন্মুক্ত জলাশয় চলনবিলে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পোনা মাছ অবমুক্ত করণ করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
এর আগে ২ টি প্রতিষ্ঠানে পোনা মাছ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার খদকার ফরিদ আহমেদ, সহকারী প্রকৌশলী (পানাসি) মানিক রতন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ'সহ আরো অনেকে।