মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
৫ দফা দাবিতে ইবিতে বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৯ PM
বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব প্রত্যাহার, ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত  ফলাফল প্রকাশসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

বিক্ষেভকারীরা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। যেটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলা সাড়ে ১১টার দিকে আবারও প্রধান ফটকের দিকে এসে একটি সমাবেশে মিলিত হয়।

এসময় তারা অবৈধ গণবিজ্ঞপ্তি মানিনা মানবো না, ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দালাল হঠাও এনটিআরসিএ বাঁচাও, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ইত্যাদি স্লোগান দেয়।

৫ দফা দাবিগুলো হলো, বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার করতে হবে, সেপ্টেম্বরের মধ্যে ১৮তম লিখিত পরীক্ষার ফলাফল ও অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে, শিক্ষক সংকট নিরসনে দ্রুত ১৮ তম চূড়ান্ত ফলাফলের পর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে, অটো এমপিও চালু করতে হবে, ৩৫+ দের সুযোগ দেওয়া যাবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত