বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
র‍্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিলো বিএনপি নেতা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৭ AM আপডেট: ১০.০৯.২০২৪ ৯:২২ PM
টঙ্গীতে র‌্যাবের কাছ থেকে আটক আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন বেপারিকে (৫০) ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সহোদর বিএনপি নেতা দুই ভাই ও তাদের সমর্থকদের বিরুদ্ধে।

সন্ধ্যায় র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জাহিদ ছিনিয়ে নেওয়ার কথা সরাসরি না বললেও ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা’ বলে উল্লেখ করেন। 

কবির উদ্দিন বেপারি গাজীপুর মহানগরীর ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গীর বউ বাজার এলাকার মৃত আক্কাস আলী বেপারির ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। অভিযুক্ত বিএনপি নেতা তার ভাই একই ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন বেপারি ও যুব বিষয়ক সম্পাদক সমির উদ্দিন বেপারি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে র‌্যাব-১ টঙ্গীর বউ বাজার এলাকায় অভিযান চালায়। র‌্যাব সদস্যরা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন বেপারিকে তার বাসা থেকে আটক করে রাজধানীর উত্তরার র‌্যাব কার্যালয়ে নেওয়ার প্রস্তুতি নেয়। 

খবর পেয়ে তার দুই ভাই বিএনপি নেতা হালিম উদ্দিন বেপারি, সমির উদ্দিন বেপারি, ভাগিনা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম বাপ্পি ও তাদের সমর্থকদের নিয়ে টঙ্গী আনারকলি সিনেমা হল সংলগ্ন এলাকায় র‌্যাবের গাড়ি আটকে দেয়। সেখানে তারা র‌্যাবকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা র‌্যাবের গাড়ি থেকে ভাই আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন বেপারিকে ছিনিয়ে নেন।

ঘটনাস্থলের পাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, একদল লোক র‌্যাবের গাড়ি আটক করে জোরপূর্বক কবির উদ্দিন বেপারিকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। পরে তারা মিছিলসহ টঙ্গী বাজারের ভেতরের গলি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযুক্ত ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন বেপারি দাবি করেন, কবির আমার বড় ভাই। তিনি দলমত নির্বিশেষে সবার বিপদে সহযোগিতা করে থাকেন। র‌্যাবের কাছ থেকে উনাকে ছিনিয়ে নেওয়ার তথ্য সঠিক নয়। আমার ভাই সবার বিপদে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার কারণে সবাই র‌্যাবের কাছে যায়। র‌্যাব সবার কথা শুনে বুঝতে পারে তিনি ভালো লোক। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত