বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
কারওয়ান বাজারে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিকদলের আহ্বায়ক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৮ AM
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র-জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিকদলের আহ্বায়ক জালাল আহমেদ।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাত ১১টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ। 

ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে, তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এসময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

অভুযুক্ত জালাল আহমেদ বলেন, তিনি বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে মিমাংসা করতে এসেছিলেন। তিনি চাঁদাবাজির সাথে জড়িত নয় বলে দাবি করেন।

তবে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, তার নেতৃত্বে ব্যবসায়ীদের ওপর চাঁদার দাবিতে হামলা করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত