ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে শ্রীপুর উপজেলা বিএনপি। বিএনপির কোনো নেতা বা কর্মী কোন ধনের ঝুট ব্যবসার সাথে জড়িত না।
সম্প্রতি দৈনিক যুগান্তরে শ্রীপুর উপজেলা বিএনপি ও নেতাকর্মীদের জড়িয়ে বিভিন্ন শিল্প কারখানায় ঝুট ব্যবসা সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শ্রীপুর উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির লিখিত বক্তব্য এ কথা বলেন।
তিনি লিখিত বক্তব্য আরো বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে দল পরিচালনা করে আসছি। কেন্দ্রের নির্দেশনা মতে আমার দলের প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করে নির্দেশনা বাস্তবায়ন করে আসছি। একটি পক্ষ আমাদের দলের তথা নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। শ্রীপুর উপজেলা বিএনপি ও নেতাকর্মীদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঝুট ব্যবসা দখল ও নিয়ন্ত্রনের সাথে শ্রীপুর উপজেলা বিএনপির তথা দলের কোনো নেতাকর্মী জড়িত নয়। আওয়ামী প্রেতাত্মারা গণমাধ্যমের সাংবাদিকদেরকে মিথ্যা, বানোয়াট, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। আমরা এসব মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।