মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
নড়াইলে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৭ PM
নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইউএনওর অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু,জেলা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মো.আজিজুল ইসলাম,সাধারন সম্পাদক ও ডিবিসির জেলা প্রতিনিধি নন্দীতা বোস,সাংবাদিক সুলতান মাহমুদ, অশোক কুন্ডু, এম মুনীর চৌধুরী, হুমায়ুন কবীর রিন্টু, ফরহাদ খান,ইমরান হাসান,আল আমিন,জান্নাতুল বিশ্বাসসহ অনেকে।

নবাগত ইউএনও বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগন যাতে উপজেলায় সেবা নিতে এসে কোন ধরনের হয়রানী না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো।

গণমাধ্যমকর্মীদের কাছে দাবি থাকবে, আমার চলার পথে কোন ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি। আমি আশা করি সকলের সহযোগিতায় নড়াইল সদর উপজেলা পরিষদ একটি জনবান্ধব উপজেলা পরিষদ হিসেবে পরিচিতি পাবে।

সভায় নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অন লাইনের গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপন বিশ্বাস নড়াইল সদর উপজেলায় ইউএনও হিসেবে গত ১০ সেপ্টেম্বর যোগদান করেন। তিনি বিসিএস ৩৪ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি যশোর সদর উপজেলায় ইউএনও হিসের্বে দায়িত্ব পালন করেছেন। বাড়ি ঝিনাইদহ জেলায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত