বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেড নামে রাইচ ব্রান তেলের কারখানায় বিদ্যুৎ এর লাইন মেরামতের সময় ওয়েল্ডিংয়ের আগুন ট্যাংকে পড়ে বিস্ফোরণ ঘটে এতে চার শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার পর এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোঃ ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল, মোঃ মনির। তারা সবাই নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লালন হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহগুলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে প্রবেশ করলে বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। গুরুতর আহত চারজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, তেলের ট্যাংক বিস্ফোরণে চারজন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃতদেহগুলো শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।