বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার উদ্যোগে,গত শনিবার সকালে জামায়াত কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিররের সাবেক সাথী ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুস শাহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা পশ্চিম শাখার আমীর সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মঞ্জুরুল ইসলাম রাজু,বগুড়া পশ্চিম শাখার অফিস সম্পাদক মিজানুর রহমান,জেলা ইসলামী ছাত্রশিবির পশ্চিম শাখার সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির।
উপজেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ এর সঞ্চালনায়, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাও. আব্দুল মোমেন,মাও. রেদুয়ানূল ইসলাম, মাও. বেলায়েত হোসেন প্রমুখ। কোরআনের দারস পেশ করেন জামায়াত নেতা অধ্যাপক মাও. আব্দুল বাছেদ।