গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা কলেজ পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজটির দাতা পরিবারের সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল (রঞ্জু)। তিনি বিএনপির সাবেক এমপি প্রয়াত মোজাম্মেল হকের বড় ছেলে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কলেজটির সভাপতি নির্বাচিত করায় দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের দমন পীড়ন থেকে মুক্ত হলো প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে বুধবার দুপুরে কলেজে তাঁর আগমণে ফুল দিয়ে বরণ করেন অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধণা সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি।
ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন, “কলেজে আর কোনো রাজনীতি নয়। আজ থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরী করতে হবে। শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তুলতে হবে। দ্বিধা-দ্বন্দ্ব ভুলে প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহাতাব উদ্দিন, সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, বিএনপি নেতা নাজমুল করিম নজু, প্রভাষক আব্দুস সামাদ, সাংবাদিক আলী আক্কাছ, সাবেক কাউন্সিলর সবুজ বিশ্বাস লালন, প্রভাষক মাসুদ রানা প্রমুখ।