বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ছাত্র আন্দোলনে হামলা মামলার বাদীকে হুমকিদাতা সাদ্দাম গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৯ PM আপডেট: ১৮.০৯.২০২৪ ৪:২৩ PM
চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার বাদিকে হুমকি দেয়ার অন্যতম হোতা একাধিক মামলার আসামি রাজাখালির কুখ্যাত সাদ্দাম বাহিনীর প্রধান  যুবলীগ ক্যাডার মো. সাদ্দামকে (৪০) সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ ৷ 

সাদ্দাম বাহিনীর অপকর্মের বিষয়ে বাংলাদেশ বুলেটিন পত্রিকায় "ছাত্রজনতার আন্দোলনে হামলা মামলার বাদীকে সাদ্দাম বাহিনীর হুমকি" শিরোনামে গত ১৩ সেপ্টেম্বর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শাহীন উল আলম বাংলাদেশ বুলেটিনকে জনান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মো. ইব্রাহিমকে মারধরের ঘটনায় কোতয়ালি থানায় দায়েরকৃত মামলাটিসহ একাধিক মামলার আসামি চাক্তাই রাজাখালীর মৃত আলী আজমের ছেলে মো. সাদ্দাম সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকায় অবস্থান করছে ৷ 

এমন তথ্যের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর র‍্যাব-৭ এর একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি সাদ্দামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান শাহীন উল আলম ৷ 

উল্লেখ্য, গত ৪ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর চড়াও হয় কথিত যুবলীগ নেতা সাদ্দাম ও চিহ্নিত মাদক কারবারি সুমন বাহিনী। এ সময় তারা নগরীর কোতোয়ালি মোড় থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত ধাপে ধাপে ছাত্রদের মারধর করে। 

৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ধাওয়ায় নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সময় সাদ্দাম, সুমনরা বেশ কয়েকজন ছাত্রকে বাঁশ, লাঠি দিয়ে মেরে জখম করে  ৷ এ সংক্রান্ত মামলা দায়েরের পর মামলার বাদিকে হুমকি দেয় সাদ্দাম ও অন্যান্যরা। 

এছাড়া সাদ্দামের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও অর্থযোগানের অভিযোগে কোতোয়ালি থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত