বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ক্ষমা চাইলেন প্রধান শিক্ষক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৫ AM আপডেট: ১৯.০৯.২০২৪ ১:১২ PM
রাজবাড়ীতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অনুষ্ঠিত মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রতিবাদের মুখে ক্ষমা চাইলেন সরকারি বালিকা বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক। রাজবাড়ী সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের ব্যানারে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘটনা ঘটে।

‘জয় বাংলা’ স্লোগান দেওয়া শিক্ষকের নাম অমরেশ চন্দ্র বিশ্বাস। তি‌নি রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ ঘটনার পরপরই এক সি‌নিয়র শিক্ষক এর প্রতিবাদ জানান। সে সময় তার সঙ্গে অন্য শিক্ষ‌করাও প্রতিবাদ জানালে মানববন্ধন চলাকালে মাই‌কে ‘জয় বাংলা’ বলায় ক্ষমা চান ওই শিক্ষক। 

বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম বলেন, আমরা ঢাকায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছিলাম। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন। প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস তার বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দিয়েছেন। আমি প্রথমে এর প্রতিবাদ জানাই। পরে আমার সঙ্গে অন্য শিক্ষকরাও প্রতিবাদ জানান।

এই শিক্ষক বলেন, ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র এখনও জয় বাংলা স্লোগান দেন কীভাবে? এজন্য প্রতিবাদ করেছি। এখ‌নও আমা‌দের আশপা‌শে শেখ হা‌সিনার প্রেতাত্মা র‌য়ে‌ছে। যে কার‌ণে এখ‌নও তারা জয় বাংলা স্লোগান দি‌য়ে‌ যাচ্ছে।

প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস ব‌লেন, ‘শিক্ষা ভব‌নে সে‌সিপ প্রক‌ল্পের কর্মকর্তা-কর্মচারী‌দের দ্বারা সরকা‌রি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লা‌ঞ্ছি‌‌তের ঘটনায় প্রেসক্লা‌বের সাম‌নে মানববন্ধন করা হয়। মানববন্ধ‌নে আমা‌কে বক্তব্য দেওয়ার সু‌যোগ দেওয়া হয়। বক্তব্য শে‌ষে ভুলবশত জয় বাংলা স্লোগান দিয়ে ফে‌লেছি। পরে শিক্ষকদের প্রতিবাদের মুখে ভুলের জন্য ক্ষমা চে‌য়ে নিয়েছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত