সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বিশ্ব অ্যালঝেইমার্স দিবস আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩০ AM
মানুষের কেন স্মৃতি হারানো রোগ হয়? হঠাৎ কারও নাম ভুলে যাওয়া। কিন্তু এটা যখন দিন দিন বাড়তে থাকে এবং দৈনন্দিন কাজে মারাত্মকভাবে প্রভাব ফেলে, তখন তা আর স্বাভাবিক পর্যায়ে থাকে না।

এ অবস্থায় অ্যালঝেইমার রোগ বিস্তার লাভ করতে পারে, যাকে বলা হয় স্মৃতিক্ষয় বা স্মৃতিবিভ্রম রোগ। এটি একটি নিউরোলজিক্যাল রোগ। অ্যালঝেইমার মস্তিষ্কের এক ধরনের রোগ, যার ফলে রোগী কিছু মনে রাখতে পারেন না। এর পাশাপাশি চিন্তাভাবনা ও আচার-আচরণেও আসে নানা ধরনের পরিবর্তন। 

ধীরে ধীরে সময় নিয়ে এই রোগ বেড়ে ওঠে বলে শুরুর দিকে অনেক সময়ই এ রোগের লক্ষণ ধরা পড়ে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির নানা মানসিক সমস্যা যুক্ত হয়।

বর্তমানে সারা বিশ্বে ভয়াবহ আকারে রোগটি বেড়ে চলেছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব অ্যালঝেইমার্স দিবস।

১৯০১ সালে জার্মান মনোবিদ অ্যালয়েজ অ্যালঝেইমার এই রোগটি চিহ্নিত করেন, তখন থেকেই একে অ্যালঝেইমার রোগ নামে অভিহিত করা হয়। ৫৫ বছর বয়সী এক নারীর মধ্যে রোগটি প্রথম চিহ্নিত করেন তিনি।

১৯০৬ সাল পর্যন্ত মনোবিদ অ্যালঝেইমার তাঁর চিকিৎসা করেন এবং তাঁকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সেই নারীর মৃত্যুর পর তিনি এই রোগ সম্পর্কে প্রকাশ্যে বিস্তারিত জানান। তখন থেকেই এটি অ্যালঝেইমার রোগ নামে অভিহিত হতে থাকে।

এই রোগ প্রাথমিক ধাপে রোগ ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা হলে দ্রুত সেরে ওঠা যায়। কিন্তু শেষ ধাপে ধরা পড়লে, এ রোগে তেমন কিছুই করা সম্ভব হয়ে ওঠে না।

ডায়াবেটিসের ঝুঁকি কখন বাড়ে? এর ফলে মানুষ কখন দৃষ্টিশক্তি হারায়?ডায়াবেটিসের ঝুঁকি কখন বাড়ে? এর ফলে মানুষ কখন দৃষ্টিশক্তি হারায়?
অ্যালঝেইমার রোগ মানুষের স্মৃতি হারানো রোগের অন্যতম। 

এই রোগের মূল লক্ষণ হচ্ছে সবকিছু ভুলে যাওয়া। কোনো কিছু মনে রাখতে না পারা। পরবর্তীতে তা বেড়ে গিয়ে রোগীর মধ্যে মুড সুইং, হারিয়ে যাওয়ার মতো সমস্যা হতে থাকে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত