বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৯ PM
কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়ন থেকে যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান। ৪৮ মামলার আসামী জিয়াবুলের বসতবাড়ি ও তার আস্তানায় তল্লাশী চালিয়ে বিপুল সংখ্যাক অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করে। 

কক্সবাজার সদরে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে সদরের চৌফলদন্ডী থেকে এসব অস্ত্র উদ্ধার করে বাহিনীর সদস্যরা।

যৌথবাহিনীর একটি সূত্র জানায়, চৌফলদন্ডী অস্ত্র মজুদের খবর পায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। 

১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইষ্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবি এর সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

 পরবর্তীতে উক্ত এলাকা তল্লাশি করে ৩ টি এল জি, ১ টি এক নলা বন্দুক, ৭টি কার্তুজ, ১ টি দা, ১ হাতুড়ী, ৩ টি চাকু, ২ টি চাপাতি, ফাকা দলিল দস্তাবেজ, গাঁজা জব্দ করা হয়।

 মুলতউদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা উক্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানো করে আসছিল।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়,- চৌফলদন্ডীর ত্রাস হিসেবে পরিচিত জিয়াবুল বাহিনীর প্রধান জিয়াউল হকের আস্তানা থেকে এসব অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। প্রায় ৪৮ টা মামলার আসামী জিয়াবুল এলাকার মৎস্যঘের দখল, হত্যা, মাদক, ডাকাতি ও অস্ত্রসহ নানা অপরাধে জড়িত ছিল। তার দাপটে দিশেহারা ছিল এলাকার সাধারন মানুষ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত