বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
মসজিদের তবারক নিয়ে সংঘর্ষে যুবককে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৮ AM আপডেট: ২৪.০৯.২০২৪ ১২:৪৩ PM
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে ওহাব ভূঁইয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

গত রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে, গত শুক্রবার জুমার নামাজের পর ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার ওহাব ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারপর দ্রুত ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনাসদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত ধারালো অস্ত্র ও লাঠিসোঁটাসহ দুইজনকে আটক করেন। পরে আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ আরো জানায়, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। 

একপর্যায়ে ওহাব ভূঁইয়াকে রাস্তায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি।

নিকলী থানার ওসি জাকির রাব্বানী জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত