বরগুনার তালতলীতে শিক্ষা সংস্কার কমিশনসহ শিক্ষকদের ৩ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন করেছে শিক্ষকরা।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক নেতারা অংশ নেয়।
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষায় বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখারও আহ্বান জানান। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পাঠান।