বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
যোগদান করলেন ইবি নতুন উপাচার্য
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৮ PM
যোগদান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় পৌঁছান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ। সেখান থেকে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। এরপর নিজ কার্যালয়ে গিয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে উপাচার্য হিসেবে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

পরে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে সালাত আদায় ও ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের জন্য দোয়া-মোনাজাত শেষে তাকে গার্ড অফ অনার দেয় বিএনসিসি সদস্যরা। 

এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, স্মৃতিসৌধ ও মুক্তবাংলা ভাস্কর্যে পুষ্প নিবেদনের মাধ্যমে শ্রাদ্ধাঞ্জলী জানান তিনি। এসময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা জ্যেষ্ঠ অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী সহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে নিজ কার্যালয়ে ফিরে শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি।

নবনিযুক্ত উপাচার্য বলেন, আন্দোলনের শহীদদের রক্তের ফসল আজকের এ অর্জন। তাদের অর্জনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দ্যেশ্যের ভিত্তিতে একটি উন্নত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করবো। ছাত্র, শিক্ষকসহ সকলের সহযোগিতায় মাধ্যমে এটি পূরণ করতে পারলেই আমার প্রচেষ্টা সফল হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত