বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী পোশাকশ্রমিক নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৫ AM
মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে তিন নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে দুজনই নারী পোশাকশ্রমিক বলে জানা গেছে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলি (৩৫), একই উপজেলার নারায়ণ তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৫) ও তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২)।  

তিনি জানান, সকালে গার্মেন্টস কর্মীবাহী বাসটি মানিকগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী ব্রিজ এলাকায় বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ। এতে বাসের সামনের অংশ দুমরে-মুচরে যায়। এ সময় ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে এক নারী পোশাকশ্রমিক ও হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। তাদের শিকালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, হাসপাতালে এ পর্যন্ত ২০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই দুই নারী পোশাকশ্রমিক মারা গেছেন। পরে আরেক জনের মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত