শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
সড়ক দুর্ঘটনায় নিহত ইবি শিক্ষার্থী, ৫ দফা দাবিতে মহাসড়ক অবরোধ
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৮ PM আপডেট: ২৬.০৯.২০২৪ ৬:১৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসাইন গত বুধবার বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে বাড়িতে ফেরার পথে সড়ক দূঘটনায় নিহত হয়। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এঘটনায় বিচারসহ ৫ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বিকেল ৪ টা থেকে প্রায় ঘন্টাখানেক মহাসড়কে অবস্থান করে যানবাহন আটকে রাখেন তারা। এতে মহাসড়কের উভয় পার্শ্বের যানচলাচল বন্ধ হয়ে যায়।

পরে শিক্ষার্থীরা দ্রুত তাদের ৫ দফা দাবি মানা না হলে আগামী শনিবার থেকে আরো কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারী দিয়ে মহাসড়ক ছেড়ে দেয়। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, সড়ক দুর্ঘটনায় ড্রাইভারসহ দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে, সড়ক দুর্ঘটনায় নিহত মনির হোসেনের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, ট্রাফিক আইন বাস্তবায়ন করতে হবে, কুষ্টিয়া-ঝিনাইদহ পর্যন্ত মহাসড়ক সংস্কার করতে হবে।

এসময় শিক্ষার্থীদের হাতে, মনির হত্যার বিচার চাই, মনির হত্যার ক্ষতিপূরণ দিতে হবে, নিরাপদ সড়ক চাই, সড়ক আইনের বাস্তবায়ন চাই। ইত্যাদি লেখা সম্মিলিত প্লেকার্ড দেখা যায়। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা হাইওয়ে পুলিশের নিকট তাদের দাবিগুলো জানিয়েছেন। দাবি পূরণের আশ্বাস নই লিখিত ডকুমেন্টস চাই তারা। দ্রুত দাবিগুলো মানা না হলে আরোও কঠোর আন্দোলনে যাবেন। প্রয়োজনে সারাদিন সড়ক অবরোধ করবেন।


 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত