শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
কেন্দুয়ায় সাবেক এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত আসামী আরো ২০০
কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১১ PM
নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতি সম্পাদক ও (কেন্দুয়া- আটপাড়া) আসনের সাবেক এমপি অসীম কুমার উকিলসহ ৯৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে নামে মামলা দায়ের করা হয়েছে । অজ্ঞাত আরো ২০০ জন আসামির কথা উল্লেখ করা হয়েছে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ীর মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে এমামলা দায়ের করেন।

ঘটনাটি গত ০৮-১১-২০২৩ ইং তারিখে সন্ধ্যায় কেন্দুয়া মধ্য বাজারে অবস্থিত কেন্দুয়া উপজেলা  বিএনপি দলীয় কার্যালয়ে ঘটেছিল। 

মামলা মারফত জানা যায়, কেন্দুয়া মধ্য বাজারে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ও থানা গেইট থেকে কিছু দূরে বিএনপির দলীয় কার্যালয়ে মিছিলসহ বিস্ফোরক দ্রব্য (ককটেল) বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ত্রাস সঞ্চার করতঃ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় এমামলা দায়ের করা হয়। এতে ৫লক্ষ টাকার মালামাল লুট ও ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার বিবরণীতে জানা যায়। 

উক্ত মামলায় অসীম কুমার উকিল ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন,অসীম কুমার উকিলের স্ত্রী বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত (মহিলা) সাবেক সাংসদ অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও উক্ত মামলায় ১৫০/২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মামলার বলেন, দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে মামলা রজু হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত