শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
আবু সাঈদকে কটূক্তি করায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার!
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩২ PM আপডেট: ৩০.০৯.২০২৪ ৬:২১ PM
ছাত্র আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে কটূক্তির মামলায় জয়পুরহাটের আক্কেলপুরে আব্দুল হাই সাফি নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তিনি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলারও আসামি। সাফি গোপীনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ভানুরকান্দা গ্রামের আব্দুল করিম মণ্ডলের ছেলে।

মামলার এজাহারে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ভানুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে আওয়ামী লীগের নেতাকর্মী সঙ্গে নিয়ে আবু সাঈদ প্রসঙ্গে কটূক্তি করেন সাফি। পরে তাঁর বিচার চেয়ে স্থানীয় ছাত্ররা থানায় অভিযোগ দেন। ঘটনার পর তিনি গা-ঢাকা দেন। রোববার তিনি এলাকায় ফিরলে স্থানীয় ছাত্ররা তাঁকে আটক করে পুলিশে দেন।

এদিকে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে রায়কালী ইউনিয়নের কালাঞ্জ গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং গত ৪ আগস্ট বিএনপি নেতা জাকির হোসেনের বাড়িতে হামলা হয়। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ৭৫ জনের বিরুদ্ধে মামলা করেন জাকির। এতে সাফিকে ৩৯ নম্বর আসামি করা হয়েছে। দুই মামলায়ই তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

বিএনপি নেতা জাকির হোসেন বলেন, আওয়ামী লীগের শাসনামলে তাঁর এবং খালাতো ভাই আব্দুল হান্নানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে তারা। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন।

আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন বলেন, বিএনপি নেতা জাকির হোসেনের মামলা এবং আবু সাঈদকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাফিকে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাহাদ হোসেন নামে এক ছাত্রের ভাষ্য, আবু সাঈদকে ‘রাজাকার’আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাফি। এ ঘটনায় তাঁর সুষ্ঠু বিচার চেয়ে তারা থানায় অভিযোগ দেন। তিনি ভানুরকান্দা প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি পদে চাকরি করেন। রোববার বিদ্যালয়ে এলে তাঁকে ধরে পুলিশে দিয়েছেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত