শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে এক দফা দাবিতে নার্সদের ৩ ঘণ্টার কর্মবিরতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৫:০৮ PM
নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদের ঘোষিত ১ দফা দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করছেন চাঁপাইনবাবগঞ্জের নার্সরা। তাদের দাবি- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জেলা হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন।

এসময় বক্তব্য রাখেন, আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার আজিম উদ্দিন,সিনিয়র ষ্টাফ নার্স ওবাইদুর রহমান, নার্সিং সুপারভাইজার আয়েশা খাতুন হাসি, নার্সিং ইন্সট্রাক্টর মোমতাজ বেগম, মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা তাদের এক দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এদিকে কর্মবিরতি চললেও জরুরী সেবা দেয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। কর্মসূচি থেকে একই দাবিতে আগামীকাল ৬ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত