শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৫:০৬ PM
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার ৪টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে একযোগে এই টিকা প্রদান কর্মসূচি শুরু হয়।

মঙ্গলবার (০১ অক্টোবর) সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডের চরমোহনপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইয়ামিন আলী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- ২০৩০ সালের মধ্যে  দেশকে পিপিআর মুক্ত করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থায়নে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১ লাখ ৬০ হাজার, শিবগঞ্জ উপজেলায় ২লাখ ২৩ হাজার, গোমস্তাপুর উপজেলায় ১ লাখ ৩৩ হাজার, নাচোল উপজেলায় ৮০ হাজার ও ভোলাহাট উপজেলায় ৪৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে ২য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

খামারি ও জনসাধারণকে এলাকাভিত্তিক ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত হয়ে নিজেদের ছাগল ও ভেড়ায় টিকা প্রদানের আহ্বান জানান তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত