বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
কেন্দুয়ায় নিজ জায়গায় ঘর বেধেঁ থাকার আকুতি, দখল প্রভাবশালীর
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৩:১২ PM
‘ঘর বাইন্ধে থাহনের লাইগ্গা' সরহারি একটু জাগা লিজ নিছিলাম। আমার এই জাগাডাও স্থানীয় প্রভাবশালী রশিদ দখল কইরা নিছে। জাগাতে গেলে আমারে খারাপ ভাষায় গালাগালি করে। তাড়ায়া দেয়।

নিজের এই জাগাটা থুইয়াও ১৫ বছর ধইরে আমার মাইনসের বাড়িতে থাকতে অইতাছে। আমার জীবনডা তো মাইনসের বাড়িত থাইক্যা আর মাইনসের কাম  কইরাই চইল্যা গেছে। অহন অন্তত মরার আগে আমার নিজের জাগাত আমি একটা ঘর বাইন্ধে থাকতাম চাই’-

কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটী গ্রামের ষাটোর্ধ্ব ভূমিহীন অসহায় বৃদ্ধা রাবিয়া খাতুন।

গত মঙ্গলবার(১অক্টোবর) সকাল সরজমিনে বৃদ্ধের বাড়ীতে গেলে কালের কন্ঠ প্রতিনিধির কাছে আক্ষেপ করে এসব কথা বলেন তিনি।

বর্তমানে একই গ্রামের মনাফ নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রিতা হিসেবে বসবাস করে আসছেন বৃদ্ধা রাবিয়া। তার এক ছেলে ও দুই এক মেয়ে রয়েছে। এরমধ্যে এক মেয়ে বিধবা এবং অন্য মেয়েটার স্বামী চা দোকান চালায়। ছেলেটা দিনমজুরি করে আর রাবিয়া মানুষের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালিয়ে যাচ্ছেন।

রাবিয়া খাতুন জানান, স্বামী বকুল মিয়া মারা গেছেন অনেক আগেই। সহায় সম্পদ কিছুই রেখে যাননি। এঅবস্থায় এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে অন্যের জায়গায় থেকে মানুষের কাছে হাত পেতে কোনো রকম জীবন চালিয়ে আসছিলেন তিনি। 

এরইমধ্যে ২০০৯ সালে সন্তানদের নিয়ে মাথা গোঁজার জন্য বেখৈরহাটী বাজারের বেখৈরহাটী নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন ৬ শতাংশ সরকারি খাস জায়গা লিজ নেন। কিন্তু জায়গা লিজ নিলেও তার জায়গার অধিকাংশ দখল করে নেন স্থানীয় প্রভাবশালী আব্দুর রশিদ নামে এক ব্যক্তি এবং অন্য অংশটুকুও দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণ করেন একই গ্রামের মাদেক মিয়া ও সাদেক মিয়া নামে দুই ভাই। সেই থেকে অসহায় রাবিয়া খাতুন স্থানীয় মাতব্বর, জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও তার লিজ নেওয়া জায়গাটুকু উদ্ধার করতে পারছেন না। এঅবস্থায় তিনি সন্তানদের নিয়ে অদ্যাবধি অন্যের বাড়িতেই বসবাস করে আসছেন।

এ সময় স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান, এবিএম রফিকুল হক ও আলী বাকের হোসেন শাওনসহ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, রাবিয়ার মতো অসহায় মানুষ আমাদের এলাকায় খুব কমই আছে। এমন একজন মানুষের লিজ নেওয়া জায়গাটুকু দখল করে নেওয়া চরম অমানবিক। 

আমরা রশিদকে বহুবার জায়গাটা ছেড়ে দিতে বলেছি। কিন্তু রশিদ আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে গত ১৫ বছর যাবত তা দখল করে রেখেছে। কারো কথারই সে পাত্তা দেয় না। তাই আইনি প্রক্রিয়ায় জায়গাটা উদ্ধার করে রাবিয়াকে ফিরিয়ে দেওয়া হোক- আমরা এমনটাই চাই।

বিষয়টি নিয়ে মাদেক ও সাদেক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে আব্দুর রশিদের সাথে কথা হলে তিনি বলেন, আমি কারো জায়গা দখল করিনি। এটা আমার ক্রয়কৃত জায়গা। তবে হয়তো রাবিয়ার লিজ নেওয়া জায়গার কিছু অংশ আমার এখানে থেকে থাকতে পারে। যদি থাকে তাহলে জায়গা মাফজোক করুক আমি তা ছেড়ে দিব।

তিনি আরও বলেন, রাবিয়াকে যে জায়গাটুকু লিজ দেওয়া হয়েছে, সেটা খালের জায়গা। এই খাল দিয়ে স্থানীয় হাওরের পানি নামে। তবে বর্তমানে খালটা প্রায় ভরাট হয়ে গেছে।

উপজেলার দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহীন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৃদ্ধ  রাবেয়া আমাকে এব্যাপারে কিছু জানায়নি তবে এখন বিস্তারিত খোঁজখবর নিয়ে সমস্যা সমাধান করার জন্য প্রতিশ্রুতি দেন তিনি।  

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত