বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে আটক ৪
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৫:৪৭ PM
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে চার দাঙ্গাবাজ আটক হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে দাঙ্গর জন্য প্রস্তুতকৃত বেশ কিছু সংখ্যক দেশীয় অস্ত্রশস্ত্র। 

বুধবার (২ অক্টোবর) রাতে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকা থেকে আটক এবং উদ্ধারের ঘটনা ঘটে।  

আটককৃতরা হলেন- কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের কিসলু শেখের ছেলে সুমন শেখ (২৩),সাঈদ শেখের ছেলে নাহিদ শেখ (১৯),ওয়ালিদ শেখ (২৭), বুলু শেখের ছেলে জাকারিয়া শেখ (৩৫)।

নড়াইল সেনাক্যাম্প সূত্রে জানাগেছে, কালিয়া পৌরসভার ছোটকালিয়া গ্রামে বিবাদমান দুই পক্ষের দাঙ্গা প্রস্তুতির খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। 

অভিযান কালে সেখান থেকে চারজনকে আটক করা হয়। এসময় বাড়িঘরে তল্লাশি চালিয়ে ১০টি রামদা, ৮টি বল্লম, ছুরি চাইজ কুড়ায় ও একটি আগ্নেয়াঅস্ত্রের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত