ময়মনসিংহের ভালুকায় মায়ের হাতে কৃত্তিকা চক্রবর্তী (৮) নামের এক শিশু খুন হওয়ার অভিযোগ উঠেছে। নিজ মেয়েকে গলাটিপে হত্যার অভিযোগে শিশুটির মা কেয়া চক্রবর্তী (৪০) কে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এক ভাড়া বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত কৃত্তিকা গাজীপুরশাহীন স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলো। আটক কেয়া চক্রবর্তী স্কয়ার ঔষধ কোম্পানির টেরিটরি অফিসার প্রসেঞ্জিত চক্রবর্তীর স্ত্রী।
অপরদিকে কেয়া চক্রবর্তীর ভাই অলক চক্রবর্তী তার বোন গত করোনার সময় থেকে মানসিক সমস্যায় ভোগছিলেন বলে দাবী করেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান বলেন, ঘাতক কেয়া চক্রবর্তীর স্বামীর নাম প্রসেনজিৎ চক্রবর্তী। তাদের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড়ে। স্কয়ার কোম্পানিতে চাকরির সুবাদে তারা পরিবার নিয়ে ভালুকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।
ওসি আরও বলেন, নিহতের মা কেয়া চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার বিকেলে স্বামী বাহিরে থাকায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে মা। এ ঘটনায় কেয়া চক্রবর্তীকে আটক করা হয়েছে।